সবার কণ্ঠ যেখানে স্তব্ধ সেখানে সাংবাদিক শাওন আমিনের কলম সোচ্চার। তিনি স্রোতের বিপরীতে হাঁটতে শেখা এক অভিজ্ঞ সাংবাদিক। তাঁর সম্পাদনায় দৈনিক ঝড় নিউজ পোর্টাল যাত্রা শুরু করেছে। আমি আশাবাদী, যেসব ক্ষেত্রে অপরাধীর শাস্তি হয়না সেই চরম সামাজিক ক্ষতের মলম হবে নিউজ পোর্টালটি।
দাঁড়িয়ে ঘুমোনো সমাজের অক্ষমতা আর ন্যুব্জতাকে দূর করার জন্য গণমাধ্যম কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। প্রত্যেক অপরাধীর মোটিভ ঘুরিয়ে দিতে,অর্গানাইজড ক্রাইম দূর করতে সকল সীমাবদ্ধতা অতিক্রম করে গণমানুষের কথা বলবে প্রত্যাশা রাখি।
সম্পাদক শাওন আমীন ’দৈনিক ঝড়,এর সহযোগী পরিষদ নিয়ে সঠিক ও অভীষ্ট সংবাদ প্রকাশ করবেন। এই পত্রিকার সাথে সম্পৃক্ত সকল সাংবাদিককে শুভেচ্ছা জানাই।
প্রকাশনারটির পথচলা দীর্ঘতর হোক।
শুভেচ্ছায়-
আফরোজা রিকা
সভাপতি, নারী মুক্তি সংসদ ঠাকুরগাঁও,
সম্পাদক : বোধন ( নারী, সমাজ ও সংস্কৃতি বিষয়ক লিটল ম্যাগ),ঠাকুরগাঁও।