মাসুদ রানা লেমন, স্টাফ রিপোর্টার ::
হাড় ভাঙ্গা, টেন্ডন এবং নার্ভ(স্নায়ু) এর অত্যাধুনিক অপারেশন এখন দিনাজপুরে।
টেন্ডন ট্রান্সফার সার্জারির মাধ্যমে রিস্ট ড্রপ (নার্ভ ইঞ্জুরির কারণে হাতের পক্ষাঘাত) অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স কনসালট্যান্ট ডা. মো. আবু জাকের হোসেন সরকার।
রোগী রাম প্রসাদ (৩০ বছর) রায় জানান, এগারো মাস আগে দুর্ঘটনায় তার ডান হাতের উপরের অংশ ভেঙে যায়। অপারেশনের মাধ্যমে হাড় জোড়া লাগলেও হাতের নার্ভের ইঞ্জুরির কারণে তার ডান হাতে কোন কার্যক্ষমতা ছিল না। দিনাজপুরের কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়েছিল পরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। কিন্তু হাতের কার্যক্ষমতার কোনো উন্নতি না হওয়ায় ডা. আবু জাকের হোসেন টেন্ডন ট্রান্সফারের সিদ্ধান্ত নেন এবং অপারেশন সফল ভাবে সম্পন্ন করেন। অপারেশনের পর রোগী ডান হাত দিয়ে পুনরায় কাজ করতে পারছেন।
মঙ্গলবার দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ মহেশ গ্রামের রাম প্রসাদ রায়ের বাসায় সরেজমিনে গিয়ে রোগীকে শ্যালো মেশিনে কাজ করতে দেখা যায়।
রোগী রাম প্রসাদ রায় জানান,আমি মনে করেছিলাম আমার ডান হাত ঠিক হবেনা। ডা. জাকের স্যার এর টেন্ডন ট্রান্সফার সার্জারির মাধ্যমে আমি এখন সুস্থ আছি এবং হাত দিয়ে কাজ করতে পারছি। স্যারের জন্য আমি ও আমার পরিবারের সকালেই দোয়া করি। তিনি যেন এভাবেই সাধারণ মানুষের সেবা করতে পারেন।
ডা. আবু জাকের হোসেন সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এ ধরনের কয়েকটি অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন। এখন সেই রোগীরা সুস্থ আছেন। ইতোমধ্যে ইন্ডিয়ার সার্জারি বিষয়ক ম্যাগাজিনে (International surgery journal ) ডা: জাকের হোসেনের এই অপারেশনের উপর প্রতিবেদন প্রকাশ হয়েছে।
ডা: জাকের হোসেন সরকার দিনাজপুর পপুলার ডায়গনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং