সম্পাদক শাওন আমিন নিজেই একটি ব্রান্ড,নিজেই একটি প্রতিষ্ঠান,যিনি টাকায় বিক্রি হন না,বিক্রি হন ভালোবাসায়,মানবতায়..।
আমার জীবনে অনেক সাহসী মানুষ দেখেছি কিন্তু শাওন আমীন স্যারের মতো সাহসী সম্পাদক,সাংবাদিক আর দ্বিতীয়জন দেখিনি,
শাওন আমীন সম্পাদিত “দৈনিক ঝড়” নামে একটি দৈনিক পত্রিকা আগামী পহেলা সেপ্টেম্বর থেকে প্রকাশিত হতে যাচ্ছে,
আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে “দৈনিক ঝড়” পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
“দৈনিক ঝড়” সমাজের নানান অসঙ্গতি তুলে ধরুক, দুর্নীতিবাজ ব্যাক্তিদের মুখোশ উন্মোচন করুক,
মুক্তিযুদ্ধের পক্ষে,অসহায় নির্যাতিত মেহনতী মানুষের পাশে থাকবে এই বিশ্বাস রাখি,
শুভেচ্ছান্তে
সাইফুর রহমান বাদশা,
বিভাগীয় কো অর্ডিনেটর(রংপুর),
শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প(২য় পর্যায়),
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর,