নিজস্ব প্রতিবেদক।। ২৫ লাখ টাকার বিনিময়ে চার্জশিট থেকে দুই আসামির নাম বাদ দেওয়া এক এসআইয়ের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে চট্টগ্রামের পুলিশ।
আসামির মোবাইল নম্বরের জায়গায় জালিয়াতির মাধ্যমে অন্যজনের নম্বর দেখিয়ে চার্জশিট থেকে আসামির নাম বাদ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি শাখার তৎকালীন এসআই মো. বদরুদ্দোজা। আসামির পিসিপিআর (আগের অপরাধের খতিয়ান) অন্যের নামে চালিয়ে দিয়েছেন তিনি।
অভিযুক্ত এসআই মো. বদরুদ্দোজার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্যও সুপারিশ করা হয়েছে। ৬ আগস্ট পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এসআই বদরুদ্দোজার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও ফলাফল অবহিতকরণ প্রসঙ্গে সিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।
অভিযুক্ত এসআই বদরুদ্দোজা বর্তমানে কুড়িগ্রামের ফুলবাড়ি থানায় এসআই হিসেবে কর্মরত আছেন।