গাইবান্ধা শহরে ট্রাকের চাপায় বিপ্লব হাসান (৫১) নামের এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে শহরের পুরোনো জেলখানার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লবের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাবগাছি গ্রামে।
পুলিশ জানিয়েছে, আজ সকাল ছয়টা থেকে কনস্টেবল বিপ্লব হাসান জেলখানার মোড়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে আসা অজ্ঞাত একটি বালুবোঝাই ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে বিপ্লব মারা যান। পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা প্রথম আলোকে বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক ট্রাকটিকে জব্দের চেষ্টা চলছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং