ঝড় প্রতিবেদন।। বাঁচতে চান ব্রেইন টিউমারে আক্রান্ত এশিয়ান টেলিভিশনের মিরপুর দারুসসালাম প্রতিনিধি মামুন হাওলাদার। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি রাজধানীর নিওরো সায়েন্স হাসপাতালে ভর্তি আছেন।
প্রায় দুই বছর আগে নিওরো সায়েন্স হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে মামুনের ব্রেইন টিউমার অপসারণ করা হয়।
সম্প্রতি কয়েকদফা অসুস্থ হয়ে পড়ায় আবারও চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা-নিরিক্ষার পর চিকিৎসক জানিয়েছেন আবারও তার ব্রেইন টিউমার হয়েছে। দ্রুত অস্ত্রপ্রচার না করালে জীবন নিয়ে শঙ্কা রয়েছে বলেও জানায় চিকিৎসক। তার এই চিকিৎসার জন্য এখন প্রায় ১০ লাখ টাকা লাগবে।
মামুনের পরিবার জানায়, এরই মধ্যে তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে এসেছে। বার বার মুর্ছাও যাচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে মামুনকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন অসহায় এই সাংবাদিকের পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা: মামুন হাওলাদার (Mamun Howlader), অ্যাকাউন্ট নাম্বার: ৪০২৫৯, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শ্যামলী ব্রাঞ্চ, ঢাকা। এছাড়াও মামুনকে তার ব্যক্তিগত বিকাশ নম্বার (০১৭৮৩২৯৩৫৮৭) এবং ব্যক্তিগত নগদ নাম্বার (০১৭৭৯২২৯০০৩)-এ সাহায্য পাঠাতে পারেন। অথবা সরাসরি মুঠোফোনে যোগাযোগ করে সাহায্য করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।