সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট অরুনাংশু দত্ত টিটো বলেন, আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে গভীর ষড়যন্ত্র করছে ঐ বিএনপি
জামায়াত চক্র। তাদের ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীকে এককাতারে থাকতে হবে। যাতে তারা কোনভাবেই যেন মাথাচাড়া দিতে না পারে। আমি বিশ্বাস করি দেশের জনগণ সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো মতায় আনবে। তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
বড়গাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ ফয়জুর রহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মনি রঞ্জন দেবনাথ (মনির) সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ জুলফিকার আলি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের , সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় বড়গাওঁ ইউনিয়ন আওয়ামীলীগ ও নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন উপস্থিত ছিলেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং