ঝড় প্রতিবেদন।। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি গঠন ও সাংগঠনিক বিষয়ে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ওই ইউনিয়নের সালন্দর ডিগ্রি কলেজের হলরুমে বর্ধিত সভাটি হয়।
সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাজেদুল হকের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো।
স্বাগত বক্তব্য এ ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। এজন্য ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে আমরা নৌকার বিজয় নিশ্চিত করব। এজন্য দলের সব নেতাকর্মীকে একই কাতারে থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনির সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সহসভাপতি অশোক কুমার দাস, সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাসিবুল রহমান হাসিব, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আতাউর রহমান, সহ দপ্তর সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
এছাড়া বর্ধিত সভায় সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বর্ধিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং