ঝড় প্রতিবেদন।। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি গঠন ও সাংগঠনিক বিষয়ে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ৬ নং ধান শালিক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট বিকেলে কবিরহাট উপজেলার ৬ নং ধান শালিক ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভাটি হয়।
ধান শালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কবিরহাট উপজেলা শাখার সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কবিরহাট উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মেয়র জহিরুল হক রায়হান,সুন্দলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইলিয়াছ মিয়া,ধানশালিক ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ইয়াকুব নবী।
প্রধান অতিথির বক্তব্য এ কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। এজন্য ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে নোয়াখালী জেলার সবকটি আসনে আমরা নৌকার বিজয় নিশ্চিত করব। এজন্য দলের সব নেতাকর্মীকে একই কাতারে থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে।