‘এস কে আবিদ ঃমির্জা ফখরুল ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা নিয়েছেন’ দাবিতে ভাইরাল চেকটি বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে প্রদত্ত ব্যাংক একাউন্টের নাম ও নাম্বারের সাথে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাংক একাউন্টের নাম ও নাম্বারের মিল নেই। তাছাড়া, চেকটিতে সহায়তা গ্রহণকারীর নাম ও অর্থের পরিমাণও ইংরেজিতে উল্লেখ রয়েছে, তবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেকে যা বাংলায় উল্লেখ থাকে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেকগুলোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের স্বাক্ষর লক্ষ্য করা যায়, যা আলোচিত চেকটিতে অনুপস্থিত।