ঝড় প্রতিবেদন।। বর্তমান সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সবসময় খোজ খবর রেখেছেন। কৃষক বাঁচালে দেশ বাঁচবে। তাই কৃষক ভাইদের আবারো ঘুরে দাঁড়ানো চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্ববান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শনিবার ২৬শে আগস্ট সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণকালে প্রধান অতিথি হিসাবে থেকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার উম্মে হাবিবা।
প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক এম,এম, শাহ্ নেওয়াজ দাবী করে বলেন , এবারের বন্যায় বান্দরবানের কৃষি বিভাগের প্রায় ৩শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে প্রনোদনার আওতায় জেলার ১৪শ জন কৃষকের মাঝে নবি বপন উপযোগী বিআর ২৩ জাতের রোপা আমন ধানের ৭হাজার কেজি বীজ বিতিরন করা হয়েছে।
এরই অংশ হিসাবে আজ সদর ও রোয়াংছড়ি দুই উপজেলার ১শত জন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের বীজ, সার তুলে দেন প্রধান অতিথি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম,বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, বান্দরবান পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কমল রায় সহ সদর ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন কৃষকগণ।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং