রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের দায়ে রজব আলী(২৫) নামে এক মাদ্রসা শিক্ষককে রানীশংকৈলে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক, সৈয়দপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।এ বিষয়ে রানীশংকৈল থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক রজব আলী নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষণপুর চরল পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
সোমবার (২৮ আগস্ট) বিকাল ৪ টায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন, মো:আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস ঠাকুরগাঁও। তিনি জানান,গত ২৫ আগস্ট ২০২৩ আনুমানিক সকাল সাড়ে ১১ টায় উপজেলার রাতোর ইউনিয়নের উত্তর মহেশপুর হামিউ সুন্নাহ নুরানী হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসায় আবাসিক ভাবে থাকা পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার মেহেদী হাসান (১৩) নামের এক ছাত্রকে সেই মাদ্রাসার শিক্ষক রজব আলী ধর্ষণ(বলাৎকার) করে।পরে সেই শিক্ষক নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষণপুর চরল পাড়া নিজ গ্রামে আত্মগোপনে চলে যাই। পরে পুলিশ শিক্ষক রজব আলী কে তথ্য প্রযুক্তির সহায়তায়, ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশনায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রেস ব্রিফিংয়ে মোঃ আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার আরো জানায়, শিক্ষক রজব আলী ধর্ষণের কথা স্বীকার করেন।
এসময় উপস্থিত ছিলেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন,রানীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা মহসিন আলী।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং