ঝড় প্রতিবেদন।। ঠাকুরগাঁও- ০৩ (পীরগঞ্জ- রাণীশংকৈল) আসনের আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জনাব মোঃ সইদুল হক। বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে তিনি এই তথ্যটি প্রকাশ করেন। তিনি বলেন, এখানে দীর্ঘ সময় ধরে আওয়ামীলীগের কোনো সংসদ সদস্য না থাকায় জেলার অন্যান্য উপজেলার মতো উন্নয়ন হয় নি।
২০০১ সাল থেকে এই আসনটি অন্য দলের অধীনে থাকায় তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েও তারা তা করেন নি। এই আসনের লোকজনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এই আসনটিতে নৌকার প্রার্থী হোক, জনগন চাই একটি উন্নয়নমূলক দেশ, জনগন চাই এই আসনেও যেন বাকি উপজেলা গুলোর মতো উন্নয়ন হোক। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত করলে বিপুল ভোটের জয়ী হবো ইনশাআল্লাহ। আমার পাশে জনগণ আছে তাদের ভালোবাসা ও দোয়া রয়েছে, যা আমাকে আগামী নির্বাচনে জয়ী হতে সাহায্য করবে।
তিনি আরও বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমি আজও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। দীর্ঘদিন দলীয় রাজনীতির সঙ্গে জড়িত আছি। এলাকার দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী জাহিদুর রহমান বিজয়ী হয়েছিলেন। কিন্তু আমরা এই আসনের উন্নয়ন ঘটতে লক্ষ্য করে নি। আমি জনগণের হয়ে কাজ করতে চাই, তাদের বিপদ- আপদে পাশে থাকতে চাই। তাদের সমস্যার সমাধান করতে চাই। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে এই আসনে নৌকা প্রতীক অতীব জরুরি। আশাবাদী নেত্রী যোগ্য প্রার্থী দেখে সবকিছু বিবেচনা করে প্রতীক বরাদ্দ দিবেন।