নোবেল বিজয়ী ড.মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে আনীত সকল মামলা প্রত্যাহার চেয়ে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বিবৃতি দিয়েন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পিএ সহ দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ড.মুহম্মদ ইউনুস হলেন এই জাতির একজন সূর্য সন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্বরন করবে এবং লজ্জ্বিত হবে এই ভেবে যে,এরকম একজন মানুষের সাথে এই দেশের সরকার কি রকম নীচ আচরণ করেছিলো।উনার বিরুদ্ধে আনীত সব মামলা প্রত্যাহার করতে হবে।উনি এই দেশের একজন কীর্তিমান ব্যাক্তি।উনাকে যারা ছোটো করতে চান অপমান করতে চান তারা আরেক বার জন্ম নিলেও উনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে উনাকে হেনস্তা করা বন্ধ করুন। এই সব মামলাবাজি বন্ধ করুন। প্রেস বিজ্ঞপ্তি।