ঝড় প্রতিবেদন।। গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ভিটেবাড়ি বিক্রী করে এখন নিঃস্ব রহিমা খাতুনের মত হাজার হাজার নিম্ন আয়ের মানুষ
মাদারীপুরে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় এক নারী দিনমজুরের বসতঘর বেচে দিয়েছে ক্ষুদ্র ঋণদাতা গ্রামীন ব্যাংক ওই নারীর অভিযোগ, কিস্তি শোধ করতে না পারায় গ্রামীন ব্যাংকের স্থানীয় কর্মকর্তারা জোর করে তার ঘর বিক্রি করে দিয়েছেন।কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকার কাচারিকান্দি গ্রামের আলী খার স্ত্রী রহিমা খাতুন গ্রামীন ব্যাংকের সমিতিরহাট শাখা থেকে ঋণ নিয়েছিলেন। শনিবার দুপুরে তার ঘর ভেঙে নিয়ে যাওয়া হয়।বসতঘর ভেঙে নেওয়ায় স্কুলপড়ুয়া মেয়েসহ আশ্রয়হীন হয়ে পড়েছে অসহায় এ পরিবার।গ্রামীন ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কিস্তি দিতে না পেরে ওই পরিবারই ঘর বিক্রি করেছে।