ষ্টাফ রিপোর্টার।। একাত্তরের পরাজিত শক্তি এখনও সক্রিয়, এদের রুখতে হবেঃ সুজনবক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও সক্রিয় রয়েছে। তারা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। এই অপশক্তির ষড়যন্ত্রকে রুখে দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে।বুধবার (৩০ আগস্ট) হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তরুণ এই আওয়ামী লীগ নেতা বলেন, একাত্তরে যারা বাংলাদেশের বিরোধীতা করেছে তারা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।
সুজন বলেন, শোককে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে কারণ বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন এখনো সম্পন্ন হয়নি। আগামীতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে সেই সপ্নের বাস্তবায়ন করতে হবে।উপস্থিত জনতার উদ্দেশ্যে সুজন বলেন, গত চৌদ্দ বছরে আওয়ামী লীগ দেশের আমূল পরিবর্তন করেছে, উত্তরবঙ্গেও অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে নিজেদের মঙ্গলের জন্যই আবারও নৌকায় ভোট দিতে হবে।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উমাকান্ত ভৌমিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতির সঞ্চালনায় সভায় হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল হাসান মুকুল, সাধারণ সম্পাদক এস এম আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, গেদুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন