1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার দেশে বাড়ছে রাজনৈতিক – আওয়ামী লীগের ঝটিকা মিছিল চীনের হাসপাতাল।। পঞ্চগড়ে করার দাবিতে উত্তাল পঞ্চগড়।। মুসল্লিদের অবস্থান মানববন্ধন আধুনিকতার ছোয়ায় হারিয়ে গেছে শৈশবের খেলাধূলা চার মাসের সন্তানকে বিক্রি করে দেহকে সাজসজ্জা ও মোবাইল কিনলেন মা! টাকা  /  নীলিমা আক্তার নীলা

হারবাংয়ের বিধবা জাহানারা তিন কণ্যা নিয়ে এখন শুধু চারিদিকে অন্ধকার দেখছেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

বশির আলমামুন:

ষাটোর্ধ বিধবা জাহানারা বেগম এখন চোখে ঘুর অন্ধকার দেখছে। পেটে ভাত নেই, চোখে ঘুম নেই, মুখ বন্ধ। ভবিষ্যৎ কোন মাথা ঘুজার ঠাই নেই। দিন চলছে অর্ধাহারে, অনাহারে, খোলা আকাশের নীচে। তার উপর আবার গেল বন্যায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম বড় ছেলে শাহজাদা আলাল ফারুকী বাদশা(৩৫) গত ৭ আগষ্ট ভয়াবহ বন্যায় পানিতে ডুবে নিজ বাড়ীর চৌকির নীচে মারা যাওয়ায় এই পরিবারটি এখন আরও বেশী আর্থিক দৈন্যতায় পড়েছে। বর্তমানে জাহানারা তিন মেয়ে ও নাতী নাতনীদের নিয়ে চরম অর্থ সংকটে দিন যাপন করছন।
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জমিদার পাড়া গ্রামের মরহুম কুতুবউদ্দিন ফারুকীর স্ত্রী হল জাহানারা বেগম। ১২ বছর আগে স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে স্ত্রী জাহানারা ৩ মেয়ে ২ সন্তান নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে চরম অর্থ কষ্টে তাদের কুলে পিঠে করেবড় করে তুলেন। এমন কি এই দূরস্হায় তাদের পড়া লেখা ও চালিয়ে নিচ্ছিলেন মা। কিন্তু অভাব অনটনে মাঝ পথে থমকে গেলেন। বর্তমানে জাহানারার বড় মেয়ে শাহজাদী জাহান ফারুকীর বিয়ে হলে ও এক মেয়ে সন্তান কে নিয়ে বারার বাড়ি আছেন দীর্ঘ দিন। ২য় মেয়ে শাহজাদী আলভি ফারুকীর বিয়ে হলে ও ২ সন্তান নিয়ে স্বামীর বাড়িতে সুখী নেই। ৪র্থ ছেলে দুলাল ফারুকী সম্রাট (৩২), সেও ৩ বছর আগে অসুস্থ হয়ে মারা যায়। ছোট মেয়ে নুসরাত জাহান স্মৃতি ও কোন মতে স্বামীর বাড়িতে দিন যাপন করছে। বিধবা জাহানারার এখন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কেহ নেই।
গতকাল দুপরে সরেজমিনে বৃদ্ধ জাহানারার বাড়িতে গিয়ে দেখা গেছে সে মেয়ে ও নাতী নাতনীদের নিয়ে খোলা আকাশের নীচে বসে আছে। কাঁচা ঘরের কোন বেড়া নেই, ঘরের উপর চালা নেই। গাছের কোন খুটি নেই। ঘরের ভেতর কাদা মাটির স্হর। সে জানাল দুপরে রান্নাও হয়নি। চুলার ভেতর পানি।
জাহানারা জানার গত ৭ আগষ্টের ভয়াবহ বন্যায় প্রবল স্রোতে বাড়ির ভেতর পানি ঢুকে পড়ে। এসম তার ছেলেটা পানিতে পড়ে মারা যায়। বাড়ি ঘর ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়।
তিনি আরও বলেন বন্যায় ছেলে হারালাম ঘরবাড়ি সব হারালাম কিন্তু কোন জন প্রতিনিধি বা বিত্তশালী ব্যক্তি তাদের দেখতে আসেনি।
এদিকে ক্ষতি গ্রস্হ জাহানারা আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে হারবাং ইউপি চেয়ারম্যান মিহরাজ উদ্দীনের মাধ্যমে চকরিয়া- পেকুয়া আসনের মাননীয় সাংসদ বরাবর একটি দরখাস্ত করেছেন বলে জানাগেছে।
তাই সরকারী বেসরকারী কোন সহযোগিতা পেলে এই পরিবারটির হয়তো মাথা গুজার ঠাই হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং