বশির আলমামুন:
ষাটোর্ধ বিধবা জাহানারা বেগম এখন চোখে ঘুর অন্ধকার দেখছে। পেটে ভাত নেই, চোখে ঘুম নেই, মুখ বন্ধ। ভবিষ্যৎ কোন মাথা ঘুজার ঠাই নেই। দিন চলছে অর্ধাহারে, অনাহারে, খোলা আকাশের নীচে। তার উপর আবার গেল বন্যায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম বড় ছেলে শাহজাদা আলাল ফারুকী বাদশা(৩৫) গত ৭ আগষ্ট ভয়াবহ বন্যায় পানিতে ডুবে নিজ বাড়ীর চৌকির নীচে মারা যাওয়ায় এই পরিবারটি এখন আরও বেশী আর্থিক দৈন্যতায় পড়েছে। বর্তমানে জাহানারা তিন মেয়ে ও নাতী নাতনীদের নিয়ে চরম অর্থ সংকটে দিন যাপন করছন।
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জমিদার পাড়া গ্রামের মরহুম কুতুবউদ্দিন ফারুকীর স্ত্রী হল জাহানারা বেগম। ১২ বছর আগে স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে স্ত্রী জাহানারা ৩ মেয়ে ২ সন্তান নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে চরম অর্থ কষ্টে তাদের কুলে পিঠে করেবড় করে তুলেন। এমন কি এই দূরস্হায় তাদের পড়া লেখা ও চালিয়ে নিচ্ছিলেন মা। কিন্তু অভাব অনটনে মাঝ পথে থমকে গেলেন। বর্তমানে জাহানারার বড় মেয়ে শাহজাদী জাহান ফারুকীর বিয়ে হলে ও এক মেয়ে সন্তান কে নিয়ে বারার বাড়ি আছেন দীর্ঘ দিন। ২য় মেয়ে শাহজাদী আলভি ফারুকীর বিয়ে হলে ও ২ সন্তান নিয়ে স্বামীর বাড়িতে সুখী নেই। ৪র্থ ছেলে দুলাল ফারুকী সম্রাট (৩২), সেও ৩ বছর আগে অসুস্থ হয়ে মারা যায়। ছোট মেয়ে নুসরাত জাহান স্মৃতি ও কোন মতে স্বামীর বাড়িতে দিন যাপন করছে। বিধবা জাহানারার এখন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কেহ নেই।
গতকাল দুপরে সরেজমিনে বৃদ্ধ জাহানারার বাড়িতে গিয়ে দেখা গেছে সে মেয়ে ও নাতী নাতনীদের নিয়ে খোলা আকাশের নীচে বসে আছে। কাঁচা ঘরের কোন বেড়া নেই, ঘরের উপর চালা নেই। গাছের কোন খুটি নেই। ঘরের ভেতর কাদা মাটির স্হর। সে জানাল দুপরে রান্নাও হয়নি। চুলার ভেতর পানি।
জাহানারা জানার গত ৭ আগষ্টের ভয়াবহ বন্যায় প্রবল স্রোতে বাড়ির ভেতর পানি ঢুকে পড়ে। এসম তার ছেলেটা পানিতে পড়ে মারা যায়। বাড়ি ঘর ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়।
তিনি আরও বলেন বন্যায় ছেলে হারালাম ঘরবাড়ি সব হারালাম কিন্তু কোন জন প্রতিনিধি বা বিত্তশালী ব্যক্তি তাদের দেখতে আসেনি।
এদিকে ক্ষতি গ্রস্হ জাহানারা আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে হারবাং ইউপি চেয়ারম্যান মিহরাজ উদ্দীনের মাধ্যমে চকরিয়া- পেকুয়া আসনের মাননীয় সাংসদ বরাবর একটি দরখাস্ত করেছেন বলে জানাগেছে।
তাই সরকারী বেসরকারী কোন সহযোগিতা পেলে এই পরিবারটির হয়তো মাথা গুজার ঠাই হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং