ষ্টাফ রিপোর্টার, ঢাকা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা, শেখ জামাল, শেখ রাসেলসহ ধানমন্ডি-৩২ এ যারা নিহত হয়েছেন এবং ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সুলতান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির আসন আলোকিত করেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ (এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ (এমপি) বলেন- টুংগীপাড়ায় জন্ম নিয়েছিল সেই খোকা, যে খোকা থেকে হয়েছিলো মুজিব, মুজিব থেকে হয়েছিলো শেখ মুজিব রহমান, শেখ মুজিব থেকে হয়েছিলো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে হয়েছিলো জাতির পিতা, জাতির পিতা থেকে হয়েছিলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমরা হলাম সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক।
আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ তাঁর বক্তব্যে ১৫ আগষ্ট ১৯৭৫-এর অভিশপ্ত রাতে প্রতিক্রিয়াশীল শক্তির নীল নক্সায় শাহাদাৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যগণসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রাণনাশের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা শুধু ব্যক্তি মুজিবুর রহমান-কে হত্যা করেনি, তারা চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শ তথা মুক্তিযুদ্ধের চেতনাকে নিশ্চিহ্ন করতে। কিন্তু ঘাতকেরা বাঙ্গালির মন থেকে যেমন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিকে মুছে ফেলতে পারেনি, তেমনই মুক্তিযুদ্ধের চেতনার চিরন্তন শিখাকেও নিভিয়ে দিতে পারেনি। তবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর উপর বারংবার আক্রমণের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি। প্রতিক্রিয়াশীল চক্রের এই হুমকী মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপান্তর করার কাজে সবাইকে সংকল্পবদ্ধ হবার জন্য আহবান জানান।
আলোচকগণ জাতির পিতার অতুলনীয় অবদান ও তাঁর জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন এবং ১৫ আগস্ট ১৯৭৫- ২১শে আগষ্ট গ্রেনেড হামলার বর্বর হত্যাকান্ড স্মরণ করে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান, রুপনগর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর হাজী আব্দুল বাতেন, পল্লবী থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনো মোল্লাহ্, বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের ত্রাণ ও বিষয়ক সম্পাদক মো: আলতাফ হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হালিম মজুমদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল খান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরমান হোসেন, হাজী আব্দুর রহমান, নাসির উদ্দিন, সালমা আক্তার প্রমুখ্য।