1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

নবীনগরে আবৃত্তি চর্চা কেন্দ্র’র আত্মপ্রকাশ নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আবৃত্তি চর্চা কেন্দ্র’র আত্মপ্রকাশ, অনিন্দ্য আবৃত্তি পরিবেশন, স্থানীয় সংস্কৃতি ও সুধীজনদের সম্মিলন ও সমৃদ্ধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার পহেলা সেপ্টেম্বর বিকেল ৫টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা সার্জেন্ট মুজিবুর রহমান মিলনায়তনে আবৃত্তি চর্চা কেন্দ্র’র আত্মপ্রকাশ ঘটে।

নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোসার সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক একেএম রাশেদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, নাট্যকার ও প্রথাবিরোধী লেখক অধ্যক্ষ কামরুল হুদা পথিক, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত জেষ্ঠ্য শিক্ষক ও সাহিত্যালোচক আবু কামাল খন্দকার,নবীনগর প্রেসক্লবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, শিক্ষক একে এম ফজলুল হক, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, মলয়া খেলাঘর আসরের সভাপতি সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সাপ্তাহিক নবীনগরের সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড ইসহাক, নবীনগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিঠু সূত্রধর পলাশ, আবৃত্তি শিল্পী জালাল হোসাইন শাফিন, আবৃত্তিশিল্পী মাসুদ রানা সহ আরো অনেকেই।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক শুভেন্দু চক্রবর্ত্তী শুভ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক স্বরূপ সাহা।

পরে সকলের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং