1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

কনস্টেবল শামীম হত্যা মামলায় বিচার শুরু রিজভী-সোহেলের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

ঝড় প্রতিবেদন।। রাজধানীর মৎসভবন এলাকায় পেট্রোলবোমার আঘাতে পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এতে করে শুরু হয়েছে মামলার আনুষ্ঠানিক বিচার।

ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার বৃহস্পতিবার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

হত্যামামলার অপর আসামিরা হলেন– বিএনপির কর্মী আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু ও আলফাজ ওরফে আব্বাস।

বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে ২০১৫ সালের ১৮ জানুয়ারি মৎস্য ভবনের সামনের রাস্তায় পুলিশ ভ্যানে পেট্রলবোমা ছোড়া হলে আহত হন কনস্টেবল শামীম। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় আহত হন আরও ১৩ পুলিশ সদস্য।

ওই ঘটনায় রমনা থানায় মামলাটি করেন উপপরিদর্শক শফিউল ইসলাম।

বোমা হামলায় শামীমকে হত্যার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ২৬ জনকে আসামি করা হয়। তবে অন্যদের বাদ দিলেও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ সাত বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং