মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে খেয়া নামে ২ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের নেথোয়া পাড়া (নিতাইবাজার) এ ঘটনা ঘটে। নিহত খেয়া ওই গ্রামের নারায়ণ রায়ের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বাচ্চা মিলে পুকুর পারে খেলা করেছিল। হঠাৎ করে খেয়াকে কোথাও পাওয়া যাচ্ছিলো না। আশাপাশে অনেক খোঁজার পর, পুকুরে খোঁজা হলে তাকে পাওয়া যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসানে নির্দেশনায় শোক সন্তপ্ত পরিবারেকে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ হতে নগদ পঁচিশ হাজার টাকা প্রদান করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হাসান।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডিডি মামলা হয়েছে। সকলে সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে সতর্কতা অবলম্বন করবেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং