মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
১৬ বছর বয়সী যতন রায় নীলফামারীর সদর উপজেলা নটখানা বালাপাড়া গ্রামের কান্দু রায়ের ছেলে।
স্থানীয় লোকজন, খানসামা থানা এবং খানসামা ফায়ার সার্ভিসের সুত্রে জানা যায় , গত শুক্রবার দুপুরে নীলফামারীর সদর উপজেলা নটখানা বালাপাড়ার যতন রায় তার বড় ভাই রতন রায় সহ প্রায় ১১/১২ জন যুবক ৫ টি মোটরসাইকেলে করে দিনাজপুরের খানসামা উপজেলার জয়গন্জর শালবন করতোয়া নদীতে টিকটক করার সময় নদীতে গোসল করতে নামলে সকলে নদীতে ডুবে যেতে থাকলে স্হানীয়রা নৌকা দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করলে যতন রায় হাত পিছলে নদীর গভীর জলে ডুবে যায়।
পরে স্হানীয়রা খানসামা ফায়ার সার্ভিস ও থানায় বিষয়টি অবগত করলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার কারী ডুবুরি টিম এসে উদ্ধার অভিযান পরিচালনা করা কালীন সময়ে রাত হলে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেন এবং শনিবার সকালে আবারো উদ্ধার অভিযান শুরু করলে লাশ ঘটনা স্হল থেকে ভেসে ওঠে।
বিষয় টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন রাত ভর উদ্ধার অভিযান পরিচালনা করার পর শনিবার সকালে লাশ টি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ আমাদের কাছে হস্তান্তর করলে আমরা তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করি এবং একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।