ঝড় প্রতিবেদন।। দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের মনেও চড়া দামে জায়গা কিনেছেন। ফলে ওপার বাংলার বিনোদন অঙ্গনে দাপিয়ে বেড়ান তিনি। সেই তুলনায় দেশের সিনেমায় কম দেখা যায় ফারিয়াকে। এবার দিলেন তার ব্যাখ্যা।
অভিনেত্রী ফারিয়া বলেন, ‘বাংলাদেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম। তারা হয়তো মনে করেন, ও আচ্ছা সে খুব সুন্দরী। তাকে মনে হয় ভাঙা যাবে না। আমার মনে হয়, নুর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছেন “পাতালঘর”-এ। আমি যে রকম ভালোবাসা “পাতালঘর” থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম। আমার ভীষণ ভালো লাগার।’
তিনি আরও বলেন, ‘পেশাদারিভাবে এ বছরটা আমার জন্য যতটা সুন্দর, পারসোনালি ততটাই স্যাড। কারণ, বছরের শুরুতে জি-ফাইভে “ভয়” প্রকাশিত হয়েছে। কলকাতার প্রেক্ষাগৃহে “বিবাহ অভিযান ২” ছবিটা মুক্তি পেয়েছে। “বুঝি না তো তাই” শিরোনামের গান এসভিএফ থেকে, চরকি থেকে “কলিজা আর জান” আর “আবার প্রলয়” ওয়েব সিরিজে “মেনকা” গান প্রকাশিত হয়েছে।’
ফারিয়ার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাতালঘর’। ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে এ ছবি। এতে ফারিয়া অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে। তার মায়ের চরিত্রে আছেন আফসানা মিমি। নুর ইমরান মিঠু পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মামুন-উর-রশিদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুন-উল-হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, আরফান মৃধা শিবলু, শাদাত রাসেল, হাসনাত রিপন, চন্দনা বিশ্বাসসহ অনেকেই।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং