রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টারে রবিবার (৩ সেপ্টেম্বর) সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক ব্যবস্থাপক আব্দুল জব্বার, ইসলামী ব্যাংক ব্যবস্থাপক আ,জ,ম শফিউল্লাহ, পূর্বালী ব্যবস্থাপক ফজলে এলাহি, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রভাষক বিল্লাল হোসেন। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মতিউর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব, প্রভাষক রেজাউল ইসলাম বাবু, হোটেল মালিক আব্দুল কাদের সহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ। অপরদিকে
রাণীশংকৈল পৌর শহরের মাদ্রাসা মোড় ও ব্রীজ সংলগ্ন ৭টি দোকানে রবিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে চুরি হয়েছে। দোকান মালিকদের তথ্য মতে জানাজায়, গভীর রাতে ঘরের টিনের ছাউনি কেটে চোরেরা ৭টি দোকানে বিভিন্ন মালামাল সহ প্রায় ৫ লক্ষাধিক টাকা চুরি করে। দোকান মালিকরা হলেন শাহিন,মুক্তারুল,খিরমোহন,পবিত্র, জাহিদ, টিএন্ডটি সংলগ্ন মোজাম্মেলের কীটনাশকের, আনোয়ারের পাশ্বের দোকান। খবর পেয়ে থানার এস,আই শফিউল সিসিটিভির ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন।
এ প্রসঙ্গে থানা পুলিশ পরিদর্শক মহশিন আলী (তদন্ত) বলেন, চুরির ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি, যেহেতু সিসিটিভির ফুটেজে চোরকে চেনা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে চোর সনাক্ত করা সম্ভব হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং