দিঘলিয়া সংবাদদাতা।।
দিঘলিয়া থানা পুলিশের অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ ১ জন কে আটক করেছে থানা পুলিশ। গতকাল ৪ ই সেপ্টেম্বর আনু: বেলা ৩ টার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে নগর ঘাট ফেরিঘাটস্থ একটি বালু উত্তোলনের ড্রেজার থেকে ৪৯ পিস ইয়াবাসহ ১ জন কে আটক করে দিঘলিয়া থানা পুলিশ । থানা পুলিশ সুএে জানা যায় গোপন সংবাদ এর ভিত্তিতে ইয়াবা ক্রয় বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশের এএসআই তারেক সহ একটি চৌকসটিম উক্ত বালুর ড্রেজারে অভিযান চালায় এ সময় বালুর ড্রেজার থেকে একটি বেনসন সিগারেটের প্যাকেটে থাকা ৪৯ পিস ইয়াবাসহ দিঘলিয়ার দেয়াড়া এলাকার বাসিন্দা হায়দার শেখ এর পুএ সেলিম শেখ (৩২) কে আটক করে এসময়ে উক্ত বালুর ড্রেজারে থাকা ৩ শ্রমিককে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় । এ বিষয়ে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার জানান সেলিম শেখের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকের মামলা রয়েছে । মূলত সেলিম শেখ ইয়াবা ক্রয় বিক্রয়ের জন্য উক্ত বালুর ড্রেজার এ গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে এবং ড্রেজারের তিন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রক্রিয়া চলছিল।