ঝড় প্রতিবেদন।। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক আর নেই। মৃত্যুকালে জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়কের বয়স হয়েছিল ৪৯ বছর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিথ স্ট্রিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাদিনে স্ট্রিক।
জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ডেনিসও।
গত ২৩ আগস্ট হেনরি ওলোঙ্গার এক টুইটারের সূত্র ধরে হিথ স্ট্রিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছিল। পরে হিথ স্ট্রিক নিজেই জানিয়েছিলেন যে, তিনি বেঁচে আছেন। ফেসবুকে আজ নাদিনে লিখেছেন, ‘আজ ভোরে, ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার চমৎকার সন্তানদের পিতাকে তার বাড়ি থেকে দেবদূতরা সাথে নিয়ে গেছেন, যেখানে তিনি তার শেষটা পরিবার ও নিকটতম বেষ্টিত হয়ে কাটাতে চেয়েছিলেন।
তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তিতে আচ্ছাদিত হয়ে গেছেন। আমাদের অন্তর অনন্তকালের জন্য স্ট্রিকের সঙ্গে মিশে গেছে।’
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং