বিনোদন প্রতিবেদক।। প্রিন্স মাহমুদ ও শাকিব খান
গেল ১ সেপ্টেম্বর, মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে। সেদিন ছিল ‘প্রিয়তমা’ সিনেমার বিশেষ প্রিমিয়ার। যেখানে প্রধান আকর্ষণ ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী। প্রিমিয়ার শেষে প্রিন্স মাহমুদ ও শাকিব খান মুখোমুখি। একজন সিনেমাটির নায়ক, অন্যজন সিনেমাটির সবচেয়ে প্রশংসিত ‘ইশ্বর’ গানের কারিগর। এর সুর করেছেন তিনি। দুজনের ছবি পোস্ট করেছেন প্রিন্স মাহমুদ। ফেসবুকে তিনি লেখেন, ‘২২ বছর পর দেখা….।’
কি আলাপ হলো তাদের মধ্যে জানতে চাইলে প্রিন্স মাহমুদ বলেন, ‘তেমন কিছু না। কুশল বিনিময়। শাকিব খুব স্মার্ট। সম্মান করতে জানে। ‘ঈশ্বর’ গান নিয়ে আমরা আলাপ করেছি। ২২ বছর পর দেখা হল আমাদের। সময় অনেক দ্রুত চলে গেছে।’
মগবাজারের চৌরাস্তার গলিতে তখন গানের সব জনপ্রিয় মানুষদের আনাগোনা। সেখানে থাকতেন কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু, প্রয়াত শেখ ইশতিায়াক ও প্রিন্স মাহমুদরা। কাজের জন্য স্টুডিও খুঁজছিলেন প্রিন্স। হঠাৎ একটি নতুন বিল্ডিংয়ের খোঁজ পান। সেখানে যাওয়ার পর দেখা হয় শাকিব খানের সঙ্গে।
প্রিন্স মাহমুদের জানান, পাতলা গড়ন, স্মার্ট আর দেখতে ভীষণ সুন্দর চেহারার যুবক। দারোয়ান পরিচয় করিয়ে দিলেন ঢালিউডের নতুন নায়ক তিনি। দুজনে হাত মেলালেন। কুশল বিনিময় হল। এরপর আর দেখা নেই। কেটে গেল ২২ বছরেরও বেশি সময়। দীর্ঘ সময় পর দুজনের আবার দেখা হল।