নিজস্ব প্রতিবেদক: বিড়াল স্বভাবতই খুব শান্ত একটি প্রাণী,আর খুব সহজে সবার আদূরে হয়ে উঠে।
এমনি একটি বিড়াল নাম “রিও” তার হঠাৎ আসুস্থ হয়ে যাওয়ায় অনেকটা দিশেহারা হয়ে পড়ে তার পালক,আজ ৫ই সেপ্টেম্বার তাকে নিয়ে যাওয়া হয় পূর্বাচল ভ্যাটেরনারী ক্লিনিকে,সেখানে বিড়ালের সবচেয়ে ভয়ংকর রোগ ফ্লু ধরা পড়ে। ঔষধ হিসাবে পাচটি ইঞ্জেকশন ও স্যালাইন ৭ দিনের দিতে বলা হয়।
এমতাবস্থায় “রিও”এর পালক তাকে প্রতিদিন নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসা সম্ভব নয়,এমতাবস্থায় সে একজন ডাক্তার বুকিং করার পরিকল্পনা করছে যার চার্জ অনেক বেশী।
সকলের কাছে “রিও” এর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছে তার পালক।