মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি// দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল। শিক্ষার্থীদের লেখাপড়ায় স্মার্ট হতে হবে। শুধু পোশাকে নয়, চিন্তা-চেতনায়ও স্মার্ট হতে হবে। শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার। জননেত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার আহ্বান জানিয়ে এমপি গোপাল বলেন, “আমরা যা করে দেখাতে পারিনি তোমাদের তা করে দেখাতে হবে। তোমরা কি প্রস্তুত। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দৃঢ়ভাবে প্রত্যয় নিয়ে বলেছেন ২০৪১ সালের বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। যেখানে প্রতিটি মানুষের প্রযুক্তিগত জ্ঞান থাকবে এবং দেশ বিশ্ব পরিমন্ডলে পিছিয়ে থাকবে না। মানে প্রতিটি নাগরিক হবে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন। প্রতিটি ছেলে-মেয়ে কম্পিউটার টেকনোলজি এখন থেকে শিখছে এবং আরো এগিয়ে যাবে। আমাদের পুরো জনগোষ্ঠীই হবে প্রযুক্তি জ্ঞানে স্মার্ট। বিশ্ব থেকে কোন কিছুতেই পিছিয়ে থাকবে না। নিশ্চয়ই আমরা পারবো।
সোমবার (৪ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫ কোটি টাকা ব্যয়ে বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৬তলা “প্রীতিলতা ওয়াদ্দেদার” একাডেমিক ভবনের ফলক উন্মোচন ও উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী ও শিক্ষা প্রকৌশল এস এম শাহীনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী শাহ্, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলীসহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকসুদা পারভীন।
শেষে বালিকা উচ্চবিদ্যালয়ের ৮৭ জন ও মাধ্যমিক শিক্ষা অফিসার পক্ষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭৫ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর, গার্ড রুম ও নব নির্মিত শহীদ মিনারে উদ্বোধন করেন এমপি গোপাল।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং