স্টাফ রিপোর্টার, পঞ্চগড়ের আটোয়ারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি কারণে চুরির পরিমান বেড়েছে। প্রায় এক সপ্তাহের মধ্যে ৪ টি মোটরসাইকেল ও ২ টি বাই-সাইকেল চুরি হয়েছে আটোয়ারীতে। এছাড়াও অনেক জুয়া ও মাদকে ছয়লাব হয়েছে আটোয়ারী উপজেলা।
জানা যায়, গত বুধবারে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার দিঘিপাড়া গ্রামের দাইমুলের ডিসকোভার গাড়িটি বালিয়া বাজার থেকে দিনের বেলায় চুরি হয়ে যায়। এছাড়াও গত শনিবারে ওই ইউনিয়নের আলোয়াখোয়া বরমতোল গ্রামের বাবুল হোসেনের হোন্ডা গাড়িটি রাতের বেলা বাড়ি থেকে চুরি হয়ে যায়।
এদিকে গতকাল ৫ সেপ্টেম্বর, উপজেলার ফকিরগঞ্জ বাজারে মোঃ আশরাফুল ইসলাম নামে এক ব্রয়লার ব্যবসায়ীর হোন্ডা লিভো গাড়িটিও চুরি হয়ে যায়।
আশরাফুল জনায়, গতকাল তার দোকানের পিছনে গাড়িটি রাখে। সন্ধ্যা ৭ টার দিকে গাড়ি দেখতে গেলে দেখেন যে তার গাড়িটি ওই স্থানে নাই৷ পরে সিসিটিভি ফুটেজে চোরদের চেহারা স্পষ্ট বোঝা না যাওয়ার তাদেরকে শনাক্ত করতে পারেনি। এবিষয়ে আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এছাড়াও গত ছয়দিন আগে উপজেলার ধামোর ইউনিয়নের রাজাগাও গ্রামের সত্যমহনের ছেলে চিত্তমহনের ডিসকোভার গাড়িটিও ফকিরগঞ্জ বাজার থেকে চুরি হয়ে যায়।
অপরদিকে, ৬ সেপ্টেম্বর, উপজেলা সদরে ডেইজি নামে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় বাইরে থেকে এক শিক্ষার্থীর বাইসাইকেলটি হারিয়ে যায়। জানা যায় ওই শিক্ষার্থীর নাম মোছাঃ জাকিয়া, সে লক্ষীপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এছাড়াও মনা নামে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে আরেকজন শিক্ষার্থীর বাইসাইকেল হারিয়ে যায়।
বাইসাইকেল ও মোটরসাইকেল চুরি-ডাকাতি সহ জুয়া ও মাদকে ভরপুর হয়েছে আটোয়রী উপজেলা। এসব ঘটনায় উদ্ধান নেই বললেই চলে। এ কারনে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ও ভয় বিরাজ করছে। তাই আটোয়ারী থানা পুলিশের আরো তৎপরতা বৃদ্ধিসহ দ্বায়িত্বশীল হওয়ার কথা বলছেন সাধারণ মানুষ ও সুশীল সমাজ।
এনিয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা'র সাথে কথা বললে তিনি বলেন, "আজ সকালে প্রাইভেট পড়তে এসে শিক্ষকের বাড়ি থেকে এক শিক্ষার্থীর বাইসাইকেল হারানোর বিষয়ে অভিযোগ পেয়েছি। আমরা সেখানে পুলিশ পাঠিয়ে ঘটনাটি তদন্ত করেছি। আর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রাখতে আটোয়ারী থানা পুলিশ সদা তৎপর রয়েছে বলে তিনি জানান।#
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং