ঝড় প্রতিবেদন।। দৈনিক ঝড় এর প্রকাশক /সম্পাদক শাওন আমিন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শাওন আমিন তার ফেইসবুক আই ডি SHAWON AMEEN এ গতকাল রাতে ” অসহায় মাসুমা’র চিকিৎসার জন্য জেলার রাজনীতিবিদ,মানবতার ফেরিওয়ালার দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি পোষ্ট আপলোড করার পর ঠাকুরগাঁও জেলা যুব মহিলা লীগের প্রচার সম্পাদক নুসরাত আমান আশা সহ কয়েকজন ব্যাক্তি সামান্য আর্থিক সাহায্য করলে জেলার জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র কিংবা সদর উপজেলার কেউ হাসায্যের হাত বাড়িয়ে না দিলেও ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক মানবতার ফেরিওয়ালা মোঃ মাহবুবুর রহমান SHAWON AMEEN এর ম্যাসেঞ্জারে এস এম এস দিয়ে মাসুমার চিকিৎসার ব্যাপারে আগ্রহ প্রকাস করায় শাওন আমিন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আগামী রবিবার সকালে অসুস্থ মাসুমা জেলা প্রশাসক এর সাথে দেখা করার ইচ্ছা পোষন করেছে।
উল্লেখ্য মাসুমা বিগত ২০ বছর থেকে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন হোটেলে মসল্লা বাটার কাজ করে আসছিল।