ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিজের ভাইদের ভয়ে জীবনের নিরাপত্তার জন্যে পালিয়ে বেড়াচ্ছেন আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি। আব্দুর রাজ্জাক পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর বাসিন্দাপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
সরেজমিনে দেখা গেছে, গত ১৩ আগস্ট জায়গা জমি ও পুর্ব শত্রুতার জের ধরে পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের অসহায় কৃষক আব্দুর রাজ্জাক বাড়ির দক্ষিণ পাশের পৈত্রিক জমির ধানক্ষেত দেখতে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিত ভাবে তার ভাই জিয়াউর,আনিসুর,আব্দুল জলিল ও তার ছেলে তারেক সহ মুক্তা বেগম বাঁশের লাঠি,লোহার রড,ধারালো ছোরা দিয়ে হামলা করে।
এতে রাজ্জাকের চিৎকারে তার শশুর আফাজ উদ্দিন শাশুড়ি তাহুরা খাতুন এবং স্ত্রী বিউটি আক্তার এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে। এতে অভিযুক্তরা তার শশুরের মাথায় আঘাত করে ও স্ত্রী বিউটি আক্তারের হাতের আগুল কেটে জখম করে।
তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের গুরুত্বর অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরে ৩১ আগস্ট আব্দুর রাজ্জাক বাদী হয়ে পীরগঞ্জ থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা করেন। মামলার পর থেকেই আসামীরা হত্যার হুমকি ধামকি দিয়েই যাচ্ছেন। জীবনের নিরাপত্তার কথা ভেবে পালিয়ে বেড়াচ্ছেন আব্দুর রাজ্জাক। নিজ বাড়িতেই ঢুকতে পারছেন না তিনি।
এ বিষয়ে আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজন বলেন, আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় তারা আমাদের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে আসামিরা। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।
তবে সব দোষ অস্বীকার করে মামলার আসামি আব্দুল জলিল ও আনিসুর রহমান বলেন, আমরা তাদের মারধর করিনি বরং ওড়ায় আমাদের মারধর করে মিথ্যা মামলা দিয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান,মামলা হয়েছে। আদালতে মামলা চলমান রয়েছে। হুমকির বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং