ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও 'প্রথম আলো' পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি কাজী নুরুল ইসলামের নাজাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।বুধবার বিকেল ৩ টায় সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।মরহুমের নামাজে জানাজায় জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক,রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ অংশ নেয়।এ সময় সাধারণ মানুষের ঢল নামে।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মদ,উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক,সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,মরহুমের ভাই একমাত্র ছেলে প্রমুখ।
উল্লেখ্য ,পীরগন্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক,পীরগন্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলাম (৬৫)হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে একমেয়ে ও অসংখ্য বন্ধু বান্ধব ও গুনগ্রাহি রেখে গেছেন।বুধবার বাদ জোহর মরহুমের লাশ পীরগন্জ প্রেসক্লাব চত্বরে রাখা হয় সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ।এ সময় পীরগন্জ পৌর মেয়র একরামুল হক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মরহুমকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং