ঠাকুরগাও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ‘প্রথম আলো’ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি কাজী নুরুল ইসলাম (৬৫)হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে একমেয়ে ও অসংখ্য বন্ধু বান্ধব ও গুনগ্রাহি রেখে গেছেন। ।বুধবার( ৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে লাশ দাফন করা হবে।
তিনি পীরগন্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন এবং কয়েক বছর পূর্বে অবসর গ্রহন করেন।
তার মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মদ,উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক,সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এটিএম সামসুজ্জোহা, সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব ,উপজেলা প্রেসক্লাব ,পীরগন্জ এর সভাপতি আজম রেহমান ও সাধারণ সম্পাদক আজিজুল হক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কাজী নুরুল ইসলাম প্রায় ৩০ বছর যাবত সাংবাদিকতা পেশায় জড়িত।তিনি মুক্তকন্ঠ পত্রিকা,প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত তিনি প্রথমআলো পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন।