ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় জাম্বুরার (বাতাবি লেবু) বাম্পার ফলন হয়েছে। সারাদেশে ঠাকুরগাঁ জাম্বুরার বেশ সুনাম রয়েছে। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় জাম্বুরার বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন হওয়ার পাশাপাশি বাজারে ভালো দাম থাকায় খুশি চাষিরা।
জানা যায়, ‘ভিটামিন সি’ সমৃদ্ধ এই ফলটির বেশ কদর রয়েছে। পাহাড়ি এলাকার টিলাগুলোতে এর ফলন ভালো হয়। ঠাকুরগাঁও জেলায় জাম্বুরার বাণিজ্যিক কোনো বাগান না থাকলেও বাড়ির আশেপাশের বিস্তীর্ন ও পতিত এলাকায় জাম্বুরার চাষ হয়। কলম করে চারা রোপন করলে ২-৩ বছরের মধ্যেই ফলন পাওয়া যায়। তবে বীজের চারা থেকে ফলন আসতে ৫-৬ বছর সময় লেগে যায়। সঠিকভাবে পরিচর্যা করলে প্রতি হেক্টরে ১৫-২০ টন ফলন পাওয়া সম্ভব।
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার শিবগঞ্জ, জামালপুর,মোহাম্মাদপুর, গড়েয়া, বোট অফিস,ভুল্লী রুহিয়াসহ বিভিন্ন গ্রামের টিলাবাড়ি বা বসতবাড়ির আশপাশে ৬৬ হেক্টর জমিতে প্রায় ১০ হাজার জাম্বুরা গাছ রয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং