নিজস্ব প্রতিবেদক।। ২০০১ সালে নগরে বন্দর থানা এলাকায় মো.আবু বক্কর বাচ্চুকে গুলি করে হত্যা মামলায় মো. নাসির উদ্দীন প্রকাশ রফিক নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় দুই আসাসিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দীন প্রকাশ রফিক লোহাগাড়া থানার উত্তর আমিরাদ মাস্টারহাট আলী মিয়ার বাড়ির আবু আহম্মদ প্রকাশ রাজা মিয়ার ছেলে। এছাড়া খালাসপ্রাপ্ত দুজন হলেন- নগরের কোতোয়ালী থানার ঘাটফরহাদবেগ এলাকার খোরশেদ আলম ও বন্দরটিলার নয়ারহাট এলাকার মামুন।
এ বিষয়ে চট্টগ্রাম জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার আসামি মো. নাসির উদ্দীন প্রকাশ রফিককে যাবজ্জীন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামির উপস্থিতিতে এ রায় ঘোষাণা করা হয়। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১৩ অক্টোবর নগরের বন্দর থানার নয়ারহাট নেভী হল রোডে আব্দুল কুদ্দুসের দোকানের সামনে আবু বক্কর বাচ্চুকে পূর্বশত্রুতার জেরে বিয়ার খাওয়ানোর কথা বলে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র কর্মকার বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে ২০০১ সালের ১০ মে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। মামলায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।