ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে রমরমা ভাবে চলছে অনলাইনে জুয়া। নেকমরদ ইউনিয়নের রয়েছে এ খেলায় অ্যাপ ডেভেলপার চক্রের অনেকে।
সরজমিনে গিয়ে জানা গেছে, নেকমরদ ইউনিয়নের করনাইট গ্রামের জহিরুল ইসলাম,রবিউল কুমোগোঞ্জ, সবুজ কুমোরগোঞ্জ,দুলাল কুমোরগোঞ্জ, ইসাহাক কুমারগোঞ্জ।
অন্তর কুম্ল্রগোঞ্জ
মাস্টার এজেন্ট 1xbet এবং অ্যাপ ডেভেলপার হিসাবে কাজঅ করছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, হ্যা আমি আজ থেকে প্রায় ৬ মাস যাবত খেলি কিন্তু আমি তো একা না, এ খেলায় আমি বাদে অনেকে আছে তাঁদেরকেও নিয়ে লিখেন।
জাহাঙ্গীর আলম আরো জানান, আমি আগে খেলতাম অনেক টাকা পয়সা লস করেছি এবং অনেক কিছু হারিয়েছি এখন আর খেলি না বলে কৌশলে এড়িয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ ইউনিয়নের অনেকে অভিযোগ করে বলেন, এ সব মোবাইলে জুয়া খেলা আমাদের এলাকায় অনেক জনে অনেক কিছু হারিয়েছে। আমরা আর চাই না কেউ এসব খেলা খেলুক, আমরা এটি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
উনি আরো বলেন, এ চক্রের আরও সদস্য রয়েছে। তারা এ ইউনিয়নের এবং উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। অনলাইন জুয়া পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এটি প্রশাসনের মাধ্যমে বন্ধের দাবি জানিয়েছে স্থানীয় ভুক্তভোগীরা।