1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে ‘গায়েবি’ মাদরাসার খোঁজে দুদকের অভিযান ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে খালার সঙ্গে প্রতারণা ইউপি চেয়ারম্যানের পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত। সভাপতি মান্নান সাধারণ সম্পাদক আসাদ চীনের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি ছাত্রজনতার দেবীগঞ্জে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ডিসি দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বোয়ালখালী সদরে গোমদন্ডী পাইলটস্কুলের হলরুমে জিয়া স্মৃতি পরিষদ’র উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান বালিয়াডাঙ্গীতে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে জোর পূর্বক গ্ৰাম্য সালিশ বিদেশে উচ্চশিক্ষার পথ দেখানো এক আলোকবর্তিকা — সাইমুন মজুমদার

নেতার কাণ্ড’—হঠাৎ সাংবাদিককে থাপ্পড় দিলেন কাউন্সিলর ওয়াসিমের অনুসারী!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা পরিচয়ে সাংবাদিক আরাফাত বিন হাসানকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। পলাশ কান্তি আকাশ নামের ওই ছাত্রলীগ নেতা সিটি করপোরেশনের পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের খুলশী থানার জিইসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আরাফাত বিন হাসান নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম প্রতিবেদক। এ ঘটনার পর তিনি খুলশী থানায় অভিযোগ করেন।
অভিযোগের পর পলাশকে হেফাজতে নিয়েছে খুলশী থানা পুলিশ। তিনি নগরের ডেবার পাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী আরাফাত বিন হাসান বলেন, আজ বিকেল সাড়ে ৫টার দিকে আমরা কয়েকজন পুলিশ বক্সের পাশের একটি টঙ দোকানে চা পান করছিলাম। এ সময় কাপ পরিবর্তন নিয়ে দোকানি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ নিয়ে দোকানির সঙ্গে কথা বলতেই পলাশ নামের একজন এসে আমাদের গালাগাল শুরু করে। এসময় তিনি নিজেকে কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের অনুসারী ও ছাত্রলীগ নেতা বলে দাবি করেন। একপর্যায়ে আমার ফোন ফেলে দিয়ে চড়-থাপ্পড় মারতে শুরু করে। এ ঘটনায় আমি খুলশী থানায় অভিযোগ করেছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন বলেন, বিষয়টা আমি শুনেছি। এটা ভুল বোঝাবুঝি হয়েছে৷ আমি বিষয়টি সমাধানের জন্য একজনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এটি অন্যায় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যোগাযোগ করা হলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার দৈনিক ঝড় বলেন, ঘটনা শুনেছি। অভিযুক্ত ব্যক্তি থানায় আছে। আমি থানায় গেলে বিস্তারিত জানাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং