স্টাফ রিপোর্টার, পঞ্চগড়, পঞ্চগড়ের আটোয়ারীতে সুপার-ফোর ক্রিকেট খেলতে গিয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা যায়, মৃত ওই যুবকের নাম আব্দল বাকি (১৭)। সে উপজেলার ধামোর ইউনিয়নের পানিশাইল ডাঙ্গাপাড়া গ্রামের সইফুল ইসলামের ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, সোমবার ১১ সেপ্টেম্বর বিকালে এলাকার ছেলেদের সাথে সুপার-ফোর ক্রিকেট খেলছিল। এমন সময় বাকির হঠাৎ বুকে ব্যাথা শুরু হলে সাথে সাথেই মাঠে লুকিয়ে পরে। তখন স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
হাসপাতালে নেওয়ার পূর্বেই বাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির।