নিজস্ব প্রতিবেদক।। চট্রগ্রামের ফটিকছড়িতে সাবরিনা আক্তার (৩২) নামে দুবাই প্রবাসীর স্ত্রী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পালপাড়া জাহাঙ্গীর ম্যানশনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
সাবরিনা আক্তার উপজেলার ঢালকাটা গ্রামের মাওলানা রফিক সাহেবের বাডির মঞ্জুরুল ইসলামের স্ত্রী। তিনি তিন কন্যা সন্তানের জননী। এদের মধ্যে বড় মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী।
সাবরিনার বাবা মো. শাহজাহান বলেন, মেয়ের সঙ্গে ঘটনার আগে রাত ১২টায় ফোনে কথা হয়। পরদিন সকালে নাতনিদের পড়াতে হুজুর এলে প্রায় ৩০ মিনিট পর তাঁর মাকে খুঁজতেছিল চা দিতে। পরে তারা দেখতে পায় মা ফ্যানের সঙ্গে ঝুলছে। এরপর নাতনি বিষয়টি আমাকে ফোনে জানায়। তারা এ বাসায় তিন বছর ধরে ভাড়ায় থাকে। মেয়ের জামাই দুবাই প্রবাসী।
তবে এ ঘটনায় কারো ওপর অভিযোগ তুলেননি তিনি।
প্রতিবেশী সুলতান টিপু বলেন, সকালে ওই নারীর মেয়ে এসে বিষয়টি জানায়। পরে খবর পেয়ে তাদের আত্মীয়-স্বজনরা আসেন। আমরা এ মহিলাকে তেমন দেখিনি। এখানে কারো সঙ্গে উনার তেমন মেলামেশা ছিল না।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং