– শাহ সাবরিনা মোয়াজ্জেম
টিনের চালায়
মারফতি চালে চলে বে-হাতি
পায়রার সঙ্গম—.।
জল ছপছপ ছনের চালায়
শরিয়তের চালে চলে—ডাহুক
— ভ্রুণের উঠানামা!
তাহলে মনুষ্য ভবিষ্যতের খবর কি—?যৌবন কালে—
মনুষ্য ভবিতব্য—চলে
— প্রেম গুঞ্জন।মাঝ বয়সে—
বার্নিশ করা গালে
আর পলিশ করা ঠোঁটে—চিবুকের ক্রন্দন।আর হ্যা পিত্যেস করা বয়োবৃদ্ধের
অযাচিত গোরের গন্ধ—!
তবুও দিনে দিনে—বয়সের ভারে
নুজ্ব্য হতে চলেছি—!
কেননা—জীবন যৌবন থেমে থাকার নয়।
চামড়ার বলিরেখা বলে দেয়
— বয়সের ভারত্ব!
পাড়ভাঙা—যৌবনের দাগে
ভেঙে পড়ে—মন!কেনো বয়সের কাছে হার মানতে হবে—?
শুধুই—শরীরি আঁতুড়ে জন্মনেয়া
—বয়স্ক দাগের কান্নায়!
মনে রাখুন—বয়স একটা সংখ্যা মাত্র—!?বাবুইয়ের একাগ্রতায়
জটিল—বাসা বুঁনে।
চলুন—ঠাকুরমার গল্প শুনি
ইউটিউবে—!
আমার কিন্তু তখন নিজেকে
রূপকথার—রাজকন্যা মনেহয়।
আর মনের মানুষটি—চাঁদ সওদাগর!মনস্কামে—জৈবিক তাড়নায়
সকল প্রাণী জাগে—অভিনব ভাবে!
এটা প্রকৃতির ডাকের—সারা মাত্র!
কে বলে—যৌবন বয়সের ভারে
— স্তিমিত!
মনুষ্য যৌবন—চির যৌবনা।
চিরকাল বেঁচে থাকে—নদর দেহে।আঁশফোঁড়া ঘাঁ হয়ে
বয়স কালে সমাজ চুপসে দেয়।
জেগে উঠুন অনাবিল—আশ্বাসে।
ফলপ্রসু ও ফলপ্রদ—জীবন পাবেন।
তড়িৎ—জলপ্রবাহ বয়ে যাবে
সাগর সঙ্গমে—।একটু বাঁচুন বাঁচার মতো করে।
তারপর গোরে যা হবার— তাতো হবে-ই!