নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রাম নগরে দিনদুপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম মো. হোসেন মান্না (৪৫)। তিনি সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
আজ রোববার দুপুরে পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
জসিম উদ্দিন স্থানীয় ওয়ার্ড যুবলীগের কর্মী। নিহত মো. হোসেন মান্না সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বেলা দুইটার দিকে মধ্যম সরাইপাড়ার হাজী আশরাফ আলী মাদ্রাসা এলাকায় হোসেন ও জসিমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেনকে ছুরিকাঘাত করেন জসিম। এতে পাশে থাকা হোসেনের ছেলে মো. অমিতও আহত হন। আহত অবস্থায় হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন বলেন, জসিমের কাছে ১০ হাজার টাকা পান হোসেন। নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে পূর্ববিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো কাউকে আটক করা যায়নি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং