গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহণের চলন্ত বাস থেকে পোশাক শ্রমিক নারীকে ফেলে হত্যার ঘটনায় বাসচালক ও সুপারভাইজারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত বাসচালক মো. নজরুল ইসলাম (৩৮) শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার আয়নাপুর গ্রামের আব্দুস জব্বারের ছেলে। সুপারভাইজার মো. জয়নাল আবেদীন (২৮) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মাখল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
গত শুক্রবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তাকওয়া পরিবহণের একটি বাস থেকে পোশাক শ্রমিককে ফেলে হত্যা করে পালিয়ে যায় ঘাতক চালক। পরবর্তীতে এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত ৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় বাস থেকে ফেলে নারী শ্রমিককে হত্যার ঘটনায় জড়িত বাসচালক ও বাসের সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বিষয়ে রিমান্ড আবেদন করে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং