রুহিয়া থানা প্রতিনিধি।।ঠাকুরগাঁও সদর
উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
মোঃ বেলায়েত হোসেন’র সাথে রুহিয়া থানাপ্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গত ১০ আগষ্ট বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হয় ।
রুহিয়া থানা প্রেসক্লাবে পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক ও সহ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বেলায়েত হোসেনকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এসময়, উপস্থিত ছিলেন রুহিয়া থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওমর ফারুক লিটন।পরে উপজেলা নির্বাহী অফিসার রুহিয়া থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ সময় নবাগত ইউএনও বলেন, আপনারা সাংবাদিকগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ তাই আপনারাই পারেন দেশের উন্নয়নকে সুন্দরভাবে উপস্থাপন করতে। কেননা আপনাদের লেখার মাধ্যমে দেশ ও জাতি ঘরে বসেই প্রান্তিক উন্নয়নের খবরাখবর পেয়ে থাকেন। সর্বপরি তিনি আশা প্রকাশ করে বলেন, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন অপরাধ দূর করতে সহায়ক ভূমিকা রাখবে।