পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই ক্ষোভ প্রকাশ করেন। এ সময় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যানদ্বয়, ৬ ইউপি চেয়ারম্যান, বিজিবি সদস্য, ওসি’ র প্রতিনিধি এসআই সম্রাট সহ কমিটির অনন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আটোয়ারী উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। চুরি, ডাকাতি, মাদক ও জুয়ায় ভরপুর হয়েছে আটোয়ারী উপজেলা। এ সব বিষয়ে পুলিশের তৎপরতা বাড়ানোর আহব্বান জানান বক্তারা।
এ সব বিষয় নিয়ে সভার উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, তবে চেয়ারম্যানদের অভিযোগের প্রেক্ষিতে বলতে হয় পুলিশের কেউ যদি সমাজের এমন মানুষের সাথে সম্পর্ক রাখে তাহলে এটা ঠিক হয়নি। তবে আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করছি আটোয়ারী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে এসব বিষয় দেখতে হবে।
সভাপতি বলেন, এই সভার রেজুলেশন জেলা প্রশাসকের কাছে দেয়া হয়। আপনারা নিশ্চিন্তে থাকেন। আপনাদের বলা কথাগুলি রেজুলেশন হয়ে জেলায় যাবে। আর চেয়ারম্যানদের অভিযোগের বিষয়টি আমরা দেখছি। #