আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারীতে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আটায়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। শিক্ষার্থী খেলোয়াড়দের উদ্দেশ্যে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার সহ সনদপত্র বিতরণ করেন সভাপতি সহ আমন্ত্রিত অতিথিগণ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাথীর্,সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং