মোহাম্মদ সেলিম ময়মনসিংহ থেকেঃ- ময়মনসিংহের ত্রিশালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন কাটছে শিক্ষার্থী হৃদয়ে হাসান (১৫) । স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে ক্যান্সারে আক্রান্ত হৃদয়। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে ময়মনসিংহের ত্রিশালের মেধাবী শিক্ষার্থী হৃদয় হাসান(১৫)। দীর্ঘ ৩ বছর ধরে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। অভাব-অনাটনের মধ্যদিয়ে ছেলের চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন তার পিতা-মাতা।
হৃদয় হাসান উপজেলার রামপুর ইউনিয়নের দরিল্লা পশ্চিমপাড়া গ্রামের হতদরিদ্র আজিজুল হক ও কনিকা বেগমের পুত্র।
সে হদ্দের ভিটা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।
হৃদয় জানান,তার শরীরে ৩ বছর আগে ব্লাড ক্যান্সার ধরা পড়লে প্রাথমিক চিকিৎসায় কিছুটা ভাল হয়।এরপর গত রমজান মাস থেকে পুনরায় বাম পায়ে ব্যথা অনুভব করে।গত ছয় মাস যাবত তিনি অসুস্থতার কারণে মৃত্যুশয্যায় রয়েছেন।
হৃদয় হাসনের পিতা আজিজুল হক বলেন,আমার একমাত্র ছেলের ক্যান্সার হয়েছে। জমাজমি বিক্রি করে কত ধরনের চিকিৎসা করেছি ভালো হয়নি।এখন সারা রাত কান্না করে টাকার জন্য চিকিৎসা করাতে পাচ্ছি না।
তার মা কনিকা বেগম জানান, ছেলের চিকিৎসার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছি। এখন টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না। তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা শাজাহান মুরাদ জানান, দীর্ঘদিন ধরে এই ছেলেটি অসুস্থ। বিভিন্ন ভাবে পরীক্ষা করার পর ক্যান্সার ধরা পড়ে। ছেলেটির চিকিৎসার জন্য তার পিতা ৫ কাঠা জমি বিক্রি করেছেন। এই পরিবারটি এখন নিঃস্ব হয়ে গেছে।আমি গ্রামবাসীর সহযোগিতায় তাদেরকে বিভিন্ন ধরনের কালেকশন করে দিয়েছি।তিনি সবার সহযোগিতা চান। হৃদয় হাসানকে সাহায্য করতে যোগাযোগ করুন -01983440942–বিকাশ