দিনাজপুর প্রতিনিধি।। আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার রংপুর বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর-২০২৩) দুপুরে জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি রংপুরে বিভাগীয় রোডমার্চ সফল করতে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। রোডমার্চে নেতাকর্মীদের অংমগ্রহণ নিশ্চিত করতে দলের প্রতিটি ইউনিটকে পরামর্শ দেন।
বক্তা হিসেবে বক্তব্য রাখেন
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হুদা বাবু।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তিন হাজার মোটরসাইকেল রোডমার্চে
অংশগ্রহণ করবে।
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল আযম সোহেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল জেলা শাখার যুগ্ম আহবায়ক
আবু সাঈদ মজুমদার, মোঃ
আব্দুস সালাম, মোস্তফা চৌধুরী, মোঃ সুমন ডলার প্রমূখ।
প্রস্তুতি সভায় জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ মকসেদুল ইসলাম বাবু, মোঃ রাজু মুন্সি, সন্তোষ ভৌমিক, দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান ভুট্টো, সদস্য সচিব মোঃ আনোয়ার সাদাত সাগর, দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব মোঃ ফরহাদ রহমান প্লাবন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুলফিকার হায়দার রবিনসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের সেচ্ছাসেবক দলের সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রংপুর বিভাগীয় রোডমার্চ রংপুর থেকে শুরু হয়ে সৈয়দপুর, রাণীরবন্দর, দশমাইল হয়ে দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে এসে শেষ হবে।
রোডমার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং