ঝড় প্রতিবেদন।। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে বিশ্বভরা প্রাণ ঠাকুরগাঁওয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় সাহিত্য আড্ডা ।
এতে উদ্বোধক ছিলেন বিশ্বভরা প্রাণ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, কবি এবং বাচিক শিল্পী জাহান বশীর। সভা প্রধান ছিলেন ঠাকুরগাঁও বিশ্বভরা প্রাণ কমিটির সভাপতি কবি ড. গোলাম সারোয়ার সম্রাট। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ শামসুল আলম,কবি আশরাফ উল আলম, ডা. নাসিমা ইসলাম,ডা.জিপি সাহা,কবি নাসরিন রুবি,কবি আফরোজা রিকা,সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ,সম্পা সাহা,ফারুক হোসেন,দিলীপ বর্মন,আতিয়ার রহমান,রবীন্দ্রনাথ রায়,বল হরি রায়,মোহাম্মদ শাহীন,ফজলে ফিরোজ প্রমুখ কবি এবং সাহিত্যিক।
সাহিত্য আড্ডায় ঠাকুরগায়ের বিভিন্ন পর্যায়ের কবি এবং সাহিত্যিকগণ তাদের স্বরচিত কবিতা এবং আলোচনা তুলে ধরেন।